২৯ রমজানেও অফিস করতে হবে চাকরিজীবীদের

ঈদের আগে ৯ এপ্রিল ছুটি থাকছে না
ঈদের আগে ৯ এপ্রিল ছুটি থাকছে না  © সংগৃহীত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে খুশি আর আনন্দের বার্তা নিয়ে। লাখ লাখ কর্মজীবীরা স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি ছুটে যান। এ কারণে ছুটি কবে থেকে শুরু হবে তা নিয়ে দেখা দেই বিভ্রান্তি। তবে ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি থাকছে না। এক্ষেত্রে রমজান মাস যদি ২৯ দিনে হয় তাহলে ঈদের আগের দিনও অফিস করতে হবে চাকরিজীবীদের।

সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা।

জানা গেছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ‌্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছূটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।

বহু বছর ধরে চলে আসা রীতি অনুযায়ী, ২৮ রমজান অফিস শেষে ঈদের ছুটি শুরু হয়। তবে রোজা ৩০টি হলে আরও এক দিনের ছুটি স্বাভাবিকভাবে বেড়ে যায়। কিন্তু চলতি বছর মন্ত্রিপরিষদের অনুমোদিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে। 

ঈদে সরকারি ছুটি থাকছে ১০-১২ এপ্রিল। চাঁদ দেখা সাপেক্ষে পরের দিন ঈদ হতে পারে ধরে নিয়ে ২৯ রমজানে সরকারি ছুটি থাকে। রোজা ৩০টি হলে ৩০ রমজানও ছুটি থাকে। অফিস-আদালত বন্ধ থাকে ঈদ ও ঈদের পরের দিন। রোজা ২৯টি হলে ঈদের আগে-পরের দু’দিনসহ মোট তিন দিন ছুটি থাকে। রোজা ৩০টি হলে ছুটি থাকে চার দিন।

কিন্তু এবার ছুটির তালিকায় ২৯ রমজান রাখা হয়নি। ৩০ রোজা হলেও ঈদের ছুটি থাকবে তিন দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ছাড়া ছুটি বাড়ানো বা আগের মতো চার দিন ছুটি সম্ভব নয়। এদিকে ঈদের ছুটির পর ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। পর দিন পহেলা বৈশাখের সাধারণ ছুটি। ফলে ১০-১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকুরেরা।  

ঈদ কেন্দ্র করে সমাজের প্রায় সব শ্রেণির মানুষের থাকে নানা আয়োজন। এর মধ্যে অন্যতম হলো ঈদে বাড়ি ফেরা। ঈদ উপলক্ষে নাড়ির টানে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য মানুষ তাদের কর্মক্ষেত্র বা অস্থায়ী আবাস ছেড়ে পাড়ি জমায় জন্মভিটায়। 


সর্বশেষ সংবাদ