কক্সবাজারে হোটেল থেকে ৩৩ তরুণ-তরুণী আটক

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM

কক্সবাজারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৩ তরুণ-তরুণীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের কলাতলী লাইট হাউস এলাকার বিভিন্ন কটেজ ও অবৈধ স্পা সেন্টারে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আটককৃতদের মধ্যে রয়েছে ১২ জন পুরুষ ২১ জন নারী।

সোমবার (১২ ফ্রেবুয়ারি) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি জানান, বিভিন্ন কটেজ ও হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ ছিল আমাদের কাছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে হোটেল-মোটেল জোনের লাইট হাউস এলাকার কয়েকটি কটেজ, আবাসিক ও স্পা সেন্টারে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ২১ তরুণী এবং ছয় তরুণসহ ১২ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের কারও কাছে জাতীয় পরিচয়পত্র ছিল না।

আপেল মাহমুদ আরও জানান, একটি দালাল চক্র বিভিন্ন কৌশলে পর্যটকদের কটেজ জোনের বিভিন্ন রুমে নিয়ে যায়। পরে অসামাজিক কার্যকলাপে জড়িত নারীদের দিয়ে ভিডিও করে তাদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটে নেয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার কলাতলী হোটেল ওয়ার্ল্ড বিচ-এ স্পা সেন্টারের আড়ালে পর্যটক হয়রানি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ উঠে। তারই সূত্র ধরে রোববার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬