চোখের জলে শেষ বিদায় ছাত্রলীগের ৪ কর্মীর

ইনসেটে নিহত ৪ ছাত্রলীগ কর্মী
ইনসেটে নিহত ৪ ছাত্রলীগ কর্মী  © সংগৃহীত

চোখের জলে সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ছাত্রলীগ কর্মীর দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে জৈন্তাপুর রাজবাড়ি মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে মুসলিম ধর্মের ৩ জনের জানাজা ও দাফনকাজ সম্পন্ন হয়। আর হিন্দুধর্মাবলম্বী হওয়ায় অপর একজনের পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি, সুনামগঞ্জ-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীসহ কয়েক হাজার মুসল্লি।

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ জানান, জৈন্তাপুরে ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে সিলেটবাসী শোকাহত। নিস্তব্ধতা নেমে এসেছে পুরো জৈন্তাপুর উপজেলায়। এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি।

এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেট-জাফলং মহাসড়কের ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৪ ছাত্রলীগ কর্মী। তারা হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৩)।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence