সাময়িকভাবে হলেও জাতি স্বস্তিবোধ করেছে: সিইসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ PM
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সবার সমন্বিত প্রয়াসে নির্বাচন উঠিয়ে আনা হয়েছে। এতে সাময়িকভাবে হলেও জাতি স্বস্তিবোধ করেছে। নির্বাচন কমিশনও স্বস্তিবোধ করেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
সিইসি বলেন, নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয়। নির্বাচন মোটাদাগে সার্বিক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গ্রহণযোগ্য না হলে একটা রাজনৈতিক সংকট থেকে যায়।
তিনি বলেন, একটা অংশ শুধু নির্বাচন বর্জন করেনি, প্রতিরোধ করারও ঘোষণা দেয়। সেদিন থেকে সংকট শুরু। নির্বাচন অনুষ্ঠানের পথ কুসুমাস্তীর্ণ ছিল না।
নির্বাচন নিয়ে সমালোচনার কথা স্মরণ করে সিইসি বলেন, এখনো পত্রপত্রিকায় সমালোচনা হচ্ছে। তবে তারা সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিচ্ছেন না। কারণ, সেখানে অবারিতভাবে বদনাম করা হচ্ছে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, মূল ধারার গণমাধ্যমে ভারসাম্যপূর্ণ আলোচনা থাকে। নির্বাচন অনেকটা গ্রহণযোগ্যভাবে সুসম্পন্ন হয়েছে। সেটা বেশির ভাগ ক্ষেত্রে স্বীকৃত হয়েছে।