শক্তিশালী ১০ মুদ্রার তালিকা ঘোষণা ফোর্বসের, শীর্ষে নেই ডলার

  © সংগৃহীত

বিশ্বের যত মুদ্রা আছে তারমধ্যে যুক্তরাষ্ট্রের ডলারেই সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে। কিন্তু সেই ডলারের মার্কিন সাময়িকী ফোর্বসের প্রকাশিত ২০২৪ সালের বিশ্বের সেরা ১০টি মুদ্রার তালিকায় একদম শেষে অবস্থান।

মুদ্রার শক্তি নির্ধারণের জন্য সুদের হার এবং মুদ্রাস্ফীতি থেকে শুরু করে ভূরাজনৈতিক স্থিতিশীলতা এবং চাহিদা ও সরবরাহের বিষয়গুলোও সূক্ষ্মভাবে কাজ করে।
  
আন্তর্জাতিকভাবে বহুল ব্যবহার এবং অন্যান্য মুদ্রার তুলনামূলক মানদণ্ড হিসেবে ব্যবহারের জন্য আপাতদৃষ্টিতে অনেকেই মার্কিন মুদ্রা ডলারকে সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে ভেবে থাকেন। তবে এই ধারণাটি সঠিক নয়। ফোর্বসের বিশ্লেষণে উঠে এসেছে, আন্তর্জাতিক বাজারে সবচেয়ে শক্তিশালী ১০টি মুদ্রার তালিকায় ডলারের অবস্থান ১০ নম্বরে। ডলারের চেয়েও শক্তিশালী আরও অন্তত ৯টি মুদ্রা রয়েছে।  

সবচেয়ে শক্তিশালী ১০ মুদ্রা
 
কুয়েতি দিনার: এক কুয়েতি দিনার ৩ দশমিক ২৬ মার্কিন ডলারের সমান। আর ৩৫৭ টাকায় পাওয়া যায় এক কুয়েতি দিনার।
 
বাহরাইনি দিনার: এক বাহরাইনি দিনার দিয়ে ২ দশমিক ৬৫ ডলার কেনা যায়। অপরদিকে এক বাহরাইনি দিনারে মিলবে ২৯২ টাকা।
 
ওমানি রিয়াল: এক ওমানি রিয়াল ২ দশমিক ৬০ ডলারের সমান। অপরদিকে ২৮৬ টাকায় মিলবে এক ওমানি রিয়াল
 
জর্ডানিয়ান দিনার: এক জর্ডানিয়ান দিনার দিয়ে কেনা যাবে ১ দশমিক ৪১ ডলার। একই দিনারে কেনা যাবে ১৫৫ টাকা।
 
ব্রিটিশ পাউন্ড: এক ব্রিটিশ পাউন্ডে পাওয়া যাবে ১ দশমিক ২৭ ডলার। অপরদিকে এক ব্রিটিশ পাউন্ড দিয়ে কেনা যাবে ১৪০ টাকা।

 
জিব্রাল্টার পাউন্ড: এক জিব্রাল্টার পাউন্ড এখন ১ দশমিক ২৮ ডলারের সমান। এক জিব্রাল্টার পাউন্ডে পাওয়া যাবে ১৪০ টাকা।
 
ক্যামেন আইল্যান্ড ডলার: এক ক্যামেন আইল্যান্ড ডলার দিয়ে কেনা যাবে ১ দশমিক ২০ ডলার। অপরদিকে এক ক্যামেন আইল্যান্ড ডলারে মিলবে ১৩২ টাকা।
 
সুইস ফ্রাঙ্ক: ১ দশমিক ১৬ ডলার এক সুইস ফ্রাঙ্কের সমান। এক ফ্রাঙ্ক দিয়ে পাওয়া যাবে ১২৭ টাকা।
 
ইউরো: এক ইউরো দিয়ে মিলবে ১ দশমিক ০৯ ডলার। অপরদিকে ওই ইউরোতে কেনা যাবে ১১৯ দশমিক ১১ টাকা।
 
মার্কিন ডলার: বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা মার্কিন ডলার হলো ১০ম শক্তিশালী মুদ্রা। বিশ্বে অন্য সব মুদ্রার দাম ইউএস ডলারের চেয়ে কম। এক মার্কিন ডলার দিয়ে বর্তমানে ১১০ টাকা পাওয়া যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence