মন্ত্রীসভায় আসছে নতুন মুখ, বাদ পড়বেন অনেকে

০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
নতুন সরকারের মন্ত্রিসভায় পুরোনো অনেকে বাদ পড়তে পারেন

নতুন সরকারের মন্ত্রিসভায় পুরোনো অনেকে বাদ পড়তে পারেন © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা জানুয়ারির মাঝামাঝি দায়িত্ব পালন শুরু করবে বলে ইতিমধ্যে একাধিক নেতা জানিয়েছেন। এতে বর্তমান মন্ত্রিসভার অনেকেই বাদ পড়তে পারেন। আসবে কিছু নতুন মুখ।

আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এমন আভাস দিয়েছেন। তারা গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন স্মার্ট মন্ত্রিসভা গঠনের পর জানুয়ারিতেই সংসদের অধিবেশন বসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গেজেট প্রকাশের পর সংসদ সদস্যরা শপথ নেবেন। পরে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। স্মার্ট বাংলাদেশ গড়া হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।

দলটির শীর্ষ নেতাদের ভাষ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভা নিয়ে এখনও আলোচনা করেননি। তবে এতে নতুনদের প্রাধান্য দেওয়ার বিষয়ে ইতিবাচক ধারণা পাওয়া যাচ্ছে। সে ক্ষেত্রে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্যরা প্রাধান্য পাবেন। এতে বর্তমান মন্ত্রিসভার অনেকে বাদ পড়বেন। যারা দায়িত্ব পালনে দক্ষতা দেখাতে পারেননি, তাদের বাদ পড়ার সম্ভাবনা বেশি।

নতুন মন্ত্রিসভার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিসভা গঠনের আগে গেজেট প্রকাশ এবং শপথের কার্যক্রম শেষ করতে হবে। এ জন্য কিছু কাজ আছে। সেগুলো শেষ হওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। তারা শপথ নেওয়ার পর আগের মন্ত্রিসভা বাতিল হবে।

জানা গেছে, আগামীকাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীতে জনসভা করবে আওয়ামী লীগ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভায় দলীয় সভাপতি শেখ হাসিনা নীতিনির্ধারণী ভাষণ দিতে পারেন বলে নেতারা জানিয়েছেন। এ জনসভার পর মন্ত্রিসভা গঠন করা হবে। শপথের পর সংসদের অধিবেশন আহবান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরো পড়ুন: বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যরা নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। তাদের মধ্যে দলের নীতিনির্ধারণী পর্যায়ের অনেক নেতা রয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন, সংবিধান মেনে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে। বুধবার তিনি ঢাকায় ফেরার পর অধিবেশন ডাকা নিয়ে আলোচনা শুরু হবে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের রেকর্ড গড়তে চলেছেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, স্মার্ট মন্ত্রিসভা গঠন করবেন প্রধানমন্ত্রী। জানুয়ারি থেকেই এর পথচলা শুরু হতে পারে। নতুন মন্ত্রিসভায় অনেকেই বাদ পড়েন। এবারও সে সম্ভাবনা আছে, নতুন মুখ আসবে।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬