নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী এ কে আজাদ

এ কে আজাদ
এ কে আজাদ  © ফাইল ছবি

ফরিদপুর-৩ আসন থেকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হককে হারিয়ে নির্বাচিত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান।

প্রাপ্ত ফলে দেখা যায়, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হককে ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে হারিয়েছেন এ কে আজাদ। মোট ১৫৪ কেন্দ্রের ফলাফলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।

এ আসনে ১৫৪ কেন্দ্রে মোট ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ২৪টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮২৪, বাতিল ভোট ২ হাজার ২০০। প্রদত্ত ভোটের শতকরা হার ৫২ দশমিক ৬৯ শতাংশ।  

প্রসঙ্গত, ফরিদপুর- ৩ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, এ কে আজাদ, শামীম হক, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মুঈদ হোসেন আরিফ, তার প্রাপ্ত ভোট ৪৪১। জাতীয় পার্টির এস এম ইয়াহিয়া (লাঙ্গল), তার প্রাপ্ত ভোট ৫৮৩। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খাঁন (নোঙ্গর), তার প্রাপ্ত ভোট ২৯২। বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেন (একতারা), তার প্রাপ্ত ভোট ৩২১।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence