নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী এ কে আজাদ

০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
এ কে আজাদ

এ কে আজাদ © ফাইল ছবি

ফরিদপুর-৩ আসন থেকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হককে হারিয়ে নির্বাচিত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান।

প্রাপ্ত ফলে দেখা যায়, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হককে ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে হারিয়েছেন এ কে আজাদ। মোট ১৫৪ কেন্দ্রের ফলাফলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।

এ আসনে ১৫৪ কেন্দ্রে মোট ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ২৪টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮২৪, বাতিল ভোট ২ হাজার ২০০। প্রদত্ত ভোটের শতকরা হার ৫২ দশমিক ৬৯ শতাংশ।  

প্রসঙ্গত, ফরিদপুর- ৩ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, এ কে আজাদ, শামীম হক, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মুঈদ হোসেন আরিফ, তার প্রাপ্ত ভোট ৪৪১। জাতীয় পার্টির এস এম ইয়াহিয়া (লাঙ্গল), তার প্রাপ্ত ভোট ৫৮৩। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খাঁন (নোঙ্গর), তার প্রাপ্ত ভোট ২৯২। বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেন (একতারা), তার প্রাপ্ত ভোট ৩২১।

নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬