মাতৃভাষায় বই পেল পাহাড়ি চাকমা-মারমা-ত্রিপুরা শিশুরা

  © সংগৃহীত

সারা দেশে আজ বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। পাশাপাশি পাহাড়ি চাকমা-মারমা-ত্রিপুরা শিশুদের মাতৃভাষার বইও প্রদান করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন প্রমুখ।

এ বছর জেলার সরকারি ও বেসরকারি মিলে ৭০৬ প্রাথমিক পর্যায়ের বিদ্যালয় ও ১৩০টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ছেলে-মেয়েরা নতুন বই পাচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৪২৪ শিশুর মাঝে ৪ লাখ ৩০ হাজার ৩৬৭টি বই বিতরণের কথা রয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রায় ৮৭ হাজার ২৪০ ছাত্রছাত্রী পাবে নতুন বই।

এদিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮ হাজার ২৯১ জন শিশু মাতৃভাষার বই পাওয়া কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ