দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত টাকা খরচ হবে জানা গেল

  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক হাজার ৪৪৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আনুষঙ্গিক খরচ মিলিয়ে এ ব্যয় এক হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিএনপিবিহীন এই নির্বাচনে যেখানে প্রতিদ্বন্দ্বিতার কোন আভাস নেই, ফলাফলও প্রায় চূড়ান্তই বলা যায়। সেখানে এত বড় ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন বিশ্লেষকদের মতে, এই সমঝোতার নির্বাচনে এত খরচ অর্থহীন।

এই খরচের বিষয়ে ইসির দাবি, এবারে ২০১৮ সালের নির্বাচনী ব্যয়ের চেয়ে দ্বিগুণ বেশি খরচ হবে। ২০১৮ সালের নির্বাচনে বরাদ্দ ছিল ৭০০ কোটি টাকা।

এবার প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুই দিনের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে তাদের এক দিনের ভাতা দেওয়া হতো। পাশাপাশি জ্বালানি খরচও এবার বেড়েছে।

নির্বাচনী দায়িত্বে থাকবেন নয় লাখের বেশি সরকারি-বেসরকারি কর্মকর্তা। নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, নির্বাচনে বিভিন্ন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ভাতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাতা মিলিয়ে এই খরচ ধরা হয়েছে।

এর বাইরে নির্বাচনী প্রশিক্ষণে খরচ ধরা হয়েছে ১০০ কোটি টাকার বেশি। বাজেটে প্রায় ৬০ শতাংশ খরচ ধরা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা খাতে।


সর্বশেষ সংবাদ