কৃষিমন্ত্রী হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

‘বিএনপি ভোটে আসলে সকল নেতাকর্মীকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে। দেশে সহিংসতা বন্ধেই বিএনপি নেতাকর্মীদের জেলে আটক রাখা হয়েছে’ কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমন বক্তব্য দিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘কৃষিমন্ত্রীর এই স্বীকারোক্তি প্রমাণ করে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করে পুলিশি তাণ্ডব-হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা, মিথ্যা মামলা, গ্রেফতার, হুলিয়া, হত্যা, বিএনপিসহ বিরোধীদলের বাড়িঘরে হামলা, তল্লাশি, ভাঙচুর, আটক বাণিজ্য সবকিছু পূর্ব পরিকল্পিত। শেষ পর্যন্ত এই প্রভাবশালী মন্ত্রী হাটে হাঁড়ি ভেঙে স্বীকার করলেন, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কোর্ট-কাচারি, বিচার-আচার সবকিছু সরকারের হাতে বন্দি! সব শেখ হাসিনার ইশারায় চলছে।’

তিনি আরও বলেন, বিচার ব্যবস্থা আর আওয়ামী লীগ একাকার হয়ে গেছে। পৃথক কোনো সত্তা নেই। দেশে কোনো আইন নেই। সব সরকারের ইশারাই চলছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লাখ মামলা দায়ের আর অর্ধ কোটি আসামি করা হয়েছে সরকারের নির্দেশে। বিচার বিভাগ আইনের গতিতে নয়, চলছে গণভবনের গতিতে। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে কার্যত: আওয়ামী লীগের একটি ইউনিটে পরিণত করা হয়েছে।

আরও পড়ুন: মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) বেসরকারি একটি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার না করলে কি হরতালের দিন গাড়ি চলতো? এছাড়া আমাদের কোনও উপায় ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করেই করেছি।’

এছাড়া বিএনপিকে নির্বাচনে আনতে সব চেষ্টাই করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে, তারা যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচন পেছানো হবে। শুধু পিছিয়ে দেওয়া না, বলা হয়েছিল সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেতো।’


সর্বশেষ সংবাদ