এবার ৩৬ ঘণ্টার অবরোধ ডাকল জামায়াত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী মঙ্গলবার ও বুধবার ৩৬ ঘন্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। আজ রবিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেওয়া হয়।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আগামী ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।
মানবাধিকার দিবসে জামায়াতের কর্মসূচিতে হামলার নিন্দা
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জামায়াতে ইসলামী ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে পুলিশ হামলা ও গুলি চালিয়েছে অভিযোগ করে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। প বলেন, আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। এদিন ঢাকা মহানগর দক্ষিণ শাখা জামায়াতে ইসলামী যাত্রাবাড়ীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। কর্মসূচি শেষে পুলিশ অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা করে টিয়ারসেল ও গুলি করে এবং সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
এছাড়া পুলিশ দিনাজপুর, বরগুনা ও নাটোর থেকে তিনজন নারীসহ ২৮ জনকে গ্রেপ্তার করে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পুলিশের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা পুলিশের মানবাধিকার পরিপণ্ডি কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তি দাবি করছি।