আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ১২ জন চিকিৎসক

বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ  © সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেয়েছেন দেশের ১২ জন চিকিৎসক। তাদের মধ্যে অনেকে বর্তমান সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী। পেশাজীবীদের এই মূল্যায়নের মাধ্যমে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটবে বলে আশাবাদী অনেক চিকিৎসকের।

যে ১২ জন চিকিৎসক নৌকার মনোনয়ন পেলেন—

১. অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩

২. অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সাবেক ভিসি, বিএসএমএমইউ, কুমিল্লা-৭

৩. ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, স্বাচিপ ও বিএমএ সভাপতি, হবিগঞ্জ-১

৪. অধ্যাপক ডা. মো. কামরুল হাসান খান, সাবেক ভিসি, বিএসএমএমইউ, টাঙ্গাইল-৩

৫. ডা.দীপু মনি, শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩

৬. ডা. মোস্তফা আলম নান্নু, বগুড়া-৭

৭. ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, মেহেরপুর-২

৮. ডা. সামিল উদ্দিন আহমেদ, শিমুল, চাঁপাইনবাবগঞ্জ -১

৯. ডা.মো. তৌহিদুজ্জামান তুহিন, ১৮ তম ব্যাচ, শেবাচিম, যশোর-২

১০. ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ-১

১১. অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ -৩

১২. ডা.মো: এনামুর রহমান, ঢাকা-১৯

চিকিৎসকদের সূত্রে জানা গেছে, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দৌড়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বাংলাদেশ মেডিকেলে অ্যাসোসিয়েশনসহ (বিএমএ) বিভিন্ন পেশাজীবী সংগঠনের অন্তত ২৫ জন চিকিৎসক আওয়ামী লীগের মনোনয়নের জন্য চেষ্টা তদবির করেছিলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নৌকার কাণ্ডারিদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence