মনোনয়ন না পেয়ে দল থেকে আ.লীগ নেতার পদত্যাগ

২৬ নভেম্বর ২০২৩, ১১:২২ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রশীদ

তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রশীদ © ফাইল ছবি

মনোনয়ন না পেয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজধানী তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রশীদ। তিনি জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অধ্যক্ষ মো. আবদুর রশীদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখিত পত্রের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে পত্রটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ছড়িয়ে পড়া পত্রে তিনি লিখেন, ‘প্রিয় সরিষাবাড়ীবাসী আসসালামু আলাইকুম। আমার মনোনয়নের জন্য বার বার অসংখ্য নেতাকর্মী সমর্থকদের বাঁধভাঙা জোয়ারের মতো সমর্থন দিয়েছেন। আমাদের পরিবারের সদস্যরা সারাজীবন মনে রাখবে। আপনাদের যে ক্ষতি করলাম ক্ষমাপ্রার্থী। আমাকে মাফ করে দেবেন। একবার নয় বার বার এরকম সমর্থন অনেকেই পান নাই। আপনাদের কষ্ট হচ্ছে জেনেই দুই কলম লিখছি। ইচ্ছে ছিল দুর্নীতি ছাড়া এলাকার উন্নয়ন করবো। আমি একজন ক্ষুদ্র ব্যক্তি যতটুকু ক্ষমতা ও সামর্থ্য ছিল তা সরিষাবাড়ীবাসীদের জন্য দেওয়ার চেষ্টা করেছি। মহান রাব্বুল আলামিন যা যার জন্য প্রয়োজন তাই করে থাকেন। আমাদের নেত্রী দেশের জন্য অনেক করেছেন।’

তিনি আরও লিখেন, ‘সামনে দেশ আরও এগিয়ে যাবে। জামালপুর-৪ আসনের জন্য যে সিদ্ধান্ত হয়েছে তাকে স্বাগত জানাই। আমার বয়স হয়েছে। ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আরেক ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য। ভাগ্য নিয়ন্ত্রণ করেন মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। আমি আপনাদের কতো বিপদে ফেললাম সে জন্য আবারো ক্ষমাপ্রার্থী। সর্বশেষ ৫০ হাজার মানুষ আপনারা আমার জন্য একত্রিত করেছিলেন। আমি বার বার আপনাদের বিমুখ করেছি এবং করলাম। তাই নির্বাচনী রাজনীতি থেকে অবসর নিলাম। তবে পারিবারিক রাজনীতি অব্যাহত থাকবে। নেত্রীর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে অনুরোধ রইলো।’

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬