বাসের যাত্রীর জন্য মাইকিং, তবুও দেখা নেই যাত্রীর 

বগুড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বাস
বগুড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বাস  © সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বগুড়া থেকে সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু করলেও পাওয়া যাচ্ছে না আশানুরূপ যাত্রী। তাই করা হচ্ছে মাইকিং। তারপরেও যাত্রী পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

রোববার (২৬ নভেম্বর) বগুড়ার বাস টার্মিনালগুলোতে এমন চিত্র দেখা দেখে।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে পরিবহন-মালিক শ্রমিক নেতৃবৃন্দ কয়েক দফা বৈঠক শেষে অরবোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় যাত্রীবাহী বাস চলাচলের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী রোববার বেলা ১১ টায় ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে দু-একটি পরিবহনের কয়েকটি বাস অর্ধেক যাত্রী নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।  

আরও পড়ু্‌ন: ৪০ দিন পর ফের সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়ালের শিক্ষার্থীরা

পরিবহন শ্রমিকরা জানান, প্রতিটি রুটেই যাত্রী সংকট। যাত্রীদের সাথে কথা বলে দেখা গেছে তাদের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। একান্ত জরুরী ছাড়া কেউ বাসে যাত্রী হচ্ছেন না।

বগুড়া বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান ডিউক বলেন, বাস চলাচল শুরু হলে যাত্রী একেবারেই কম। তিনি বলেন বাস চলাচল শুরুর বিষয়টি লোকজন জানে না। একারণে যাত্রী কম। তবে জানাজানি হলে যাত্রী বাড়বে বলে জানান তিনি। 


সর্বশেষ সংবাদ