ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন

ধানমন্ডির মিরপুর রোডে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা
ধানমন্ডির মিরপুর রোডে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা  © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। বাসটি মিরপুর সুপার লিংক পরিবহণের বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!