তফসিল ঘোষণার পর এসপির বাসভবনের ফটকে ককটেল বিস্ফোরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ০৮:০২ AM
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর বগুড়ায় পুলিশ সুপারের বাসভবন ও কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার রাত আনুমানিক ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের ঘোড়াপট্টির দিক থেকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুজন আসে। তারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল নিয়ে এসে এসপি স্যারের গেটে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।