ঢাবিতে ২০ গাড়ি সশস্ত্র ক্যাডার আনা হয়েছে, অভিযোগ রিজভীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১২:২৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
বিএনপির মহসমাবেশে হামলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবিতে) অনেক অস্ত্রধারীকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, ২০ গাড়ি সশস্ত্র ক্যাডার একজন মন্ত্রীর নেতৃত্বে চট্রগ্রাম থেকে ঢাবিতে আনা হয়েছে। বিএনপির সমাবেশে হামলা চালানোর জন্যই তাদের আনা হয়েছে। এসব ভয় দেখিয়ে গণতন্ত্রকামী জনগণকে রুখে দেওয়া যাবে না।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারের কাছে আমার প্রশ্ন, সমাবেশে বাধা দিয়ে কী লাভ হয়েছে? এত অন্যায়, এত হামলা-মামলা নির্যাতনের পরেও গণতন্ত্রহারা মানুষে মানুষে মুখরিত নয়াপল্টন। বিএনপির মহাসমাবেশকে বানচালের জন্য মনে হচ্ছে এক ধরনের সান্ধ্য আইন জারি করেছে সরকার।’
রিজভী বলেন, ‘আমাদের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। তারপরও এমন কোনো বাধা নেই, যা সরকার দেয়নি। গ্রেপ্তারের হিড়িক চালানো হয়েছে। যারা এত নিপীড়নকে উপেক্ষা করে আসছে, তারাই তো জাতীয় বীর। নেতাকর্মীরা বুক চিতিয়ে সমাবেশে আসছে।’
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নর জবাবে রিজভী বলেন, ‘আমাদের ভরসার শক্তি হচ্ছে জনগণ। তাদের শক্তির কাছে যেকোনো অপশক্তিই পরাজিত হয়। যারা ন্যায়ের পক্ষে তারা কখনও পরাজিত হয় না।’