আওয়ামী লীগের সমাবেশের তারিখ বদলের খবরটি ‘ভুয়া’

আওয়ামী লীগ
আওয়ামী লীগ  © লোগো

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ গেটের সামনে আওয়ামী লীগের শনিবারের (২৮ অক্টোবর) সমাবেশের তারিখ পরিবর্তনের যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি ভুয়া বলে জানানো হয়েছে ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে।

জানা যায়, আগামীকাল শনিবার নয়া পল্টনে বিএনপির এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশের ঘোষণায় দেশের রাজনীতিতে চলছে নানা জল্পনা। অন্যদিকে সাধারণ মানুষ আছে উৎকণ্ঠায়।

এমন অবস্থার মধ্যে গতকাল বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়েছে, ‌প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন। তাই সমাবেশের পরিবর্তিত সময়সূচি ২৯ অক্টোবর ঘোষণা করা হবে।

পরে আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, আওয়ামী লীগের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি করে একটি চিহ্নিত মহল আগামীকাল অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

“মিথ্যাচার, গুজব ও অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার তারাই এই ধরনের কাপুরুষোচিত কাজ করতে পারে। স্বৈরাচারের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক অপশক্তি বিএনপি তাদের চিরাচরিত মিথ্যাচার-অপপ্রচার ও গুজব-সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারের উত্তরসূরি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক গণতন্ত্রবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।”

এ ধরনের গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সবাইকে শনিবারের সমাবেশে যোগ দেওয়ার অনুরাধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence