খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের ৩ চিকিৎসক এখন ঢাকায়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া  © সংগৃহীত

দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন তিনজন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক।

বুধবার (২৫ অক্টোবর ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মার্কিন ওই তিন চিকিৎসক ঢাকায় এসে পৌঁছান। তাদের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

প্রসঙ্গত, প্রায় তিন মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে তাকে কয়েক দফায় সিসিইউতে স্থানান্তর করা হয়। সর্বশেষ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল ভোর পৌনে ৪টায় তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌রোগের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড অনেক দিন ধরে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছেন।


সর্বশেষ সংবাদ