মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি © সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবিতে ধানখেত থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ৷
নিহত কলেজেরছাত্রের নাম সৌরভ হোসেন (১৮)। তিনি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে ও সরাইল আদর্শ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী
সৌরভের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে আমরা খাবার খেয়ে শুয়ে পরি। তখন পাশের রুমে সৌরভ মোবাইলে গেম খেলছিলো। রাত ১০ টার দিকে ছেলের ঘরে গিয়ে দেখি ছেলে নেই। রাতেই আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাত দুইটার দিকে ঘুমিয়ে পড়ি। সকালে প্রতিবেশী বাড়ির পাশে ধানখেতে তার লাশ দেখতে পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।