মার্কিন ভিসা নীতি নিয়ে পুলিশের কোনো চিন্তা নেই: নবনিযুক্ত ডিএমপি কমিশনার

পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান
পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান  © সংগৃহীত

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে পুলিশের কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। 

আজ সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ‘মিট দ্যা প্রেস’-এ তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, ‘আমি নির্ভয়ে নির্বিঘ্নে বলতে চাই। একটি দেশের ভিসা নীতি কী হবে সেটি তাদের বিষয়। এটি নিয়ে বাংলাদেশ পুলিশের কারো চিন্তা করার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি বলেছেন, “আমি কোনো দিন...একটি দেশের নাম উল্লেখ করে বলেছেন, আমি কোনো দিন ওই দেশে যাইও নাই, আমার যাওয়ার ইচ্ছাও নেই।” উনি প্রধান বিচারপতি ছিলেন।’ 

আরও পড়ুন: ৪ মাস সংসারের পর ‘স্ত্রীকে অস্বীকার’ রাবি ছাত্রলীগ নেতার

আমেরিকার ভিসা নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাবিবুর রহমান আরও বলেন, ‘আমি যোগদান করে আমার পুলিশের ভেতরে এ রকম কোনো কিছু চিন্তার বিষয় দেখি নাই। এটি একটি পর্যায়ের ব্যবস্থা। এটি কিন্তু সংগঠন পর্যায়ের কোনো ব্যবস্থা নয়। সংগঠন হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময়ই ঢাকাবাসীর জন্য এবং ঢাকার জনগণের জন্য, নিরাপদ ঢাকা করার জন্য যত কিছু করা হচ্ছে। তারা (পুলিশ) এগুলো নিয়ে কোনো চিন্তা করে বলে আমি মনে করি না।’  


সর্বশেষ সংবাদ