পাঁচ বছর বয়সে এসএসসি পাস শিক্ষকের!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

ঝালকাঠিতে জন্ম সনদ জালিয়াতি করে ৩৫ বছর ধরে চাকরি করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম মোবারক আলী সরদার। তিনি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামের মৃত মৌজে আলী সরদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে,  মোবারক আলী সরদার বলতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। যার রোল নম্বর-২৫২, রেজিস্ট্রেশন নম্বর ৪২৭১৮, শিক্ষাবর্ষ-১৯৭৩-৭৪, জন্ম তারিখ ৫ মে ১৯৬০ সাল। তিনি ১৯৭৫ সালের ৬ নভেম্বর বিয়ে করেন। বিবাহ রেজিস্ট্রেশনে তার জন্ম তারিখ ৬ নভেম্বর ১৯৫৪। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তার জন্ম তারিখ ৫ জানুয়ারি ১৯৭০। সে হিসেবে তিনি মাত্র ৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন।

উত্তর বলতলা গ্রামের অনিল চন্দ্র তালুকদার নামে এক ব্যক্তি বলেন, ‘মোবারক আলী আর আমি ১৯৭৫ সালে একই সঙ্গে মেট্রিক পাস করেছি। আমি স্বাস্থ্য দপ্তর চাকরি করতাম। সেখান থেকে অবসর নিয়েছি বেশ কয়েক বছর হয়েছে। মোবারক আলী এখনও চাকরি করছেন। তার নাকি অবসরের সময় এখনও হয়নি।’ 

এ বিষয়ে জানাতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত মোবারক আলী। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence