উন্নয়নের কারণে আমরা বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি: পররাষ্ট্রমন্ত্রী 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন  © সংগৃহীত

ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশ বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদের ১২ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধনী দেশগুলো চীনের উন্নয়ন সহ্য করতে পারে না। ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশও বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। এ কারণে বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা।

ড. এ কে আবদুল মোমেন বলেন, বিশ্বের অনেক দেশে নির্বাচনের সময় হলেও বাংলাদেশ বিদেশিদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে। তারা হচ্ছে নালিশ পার্টি।

বিদেশে অর্থপাচার আওয়ামী লীগ চায় না উল্লেখ করে তারেক রহমানকে ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন, অনেকে বছরের পর বছর বিদেশে আয়েশ করছেন।


সর্বশেষ সংবাদ