ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৮:৩৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৩, ০৮:৩৭ PM
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৩১ জন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ। রবিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৭৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকাতে এক হাজার ১৮৪ জন এবং সারা দেশে এক হাজার ৫৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ২৬৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ১৩৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ১৩৩ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আট জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন ঢাকা সিটিতে এবং ঢাকার বাইরে চারজন মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ১৯২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৫৫ জন মারা যান।