নেত্রকোনা-৪ উপ-নির্বাচন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১০:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ সোমবার (২৪ জুলাই)। এদিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি। আজ দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনিই একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সে হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সাজ্জাদুল হাসান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ ছিল সোমবার(২৪ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে মাত্র একটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান এই মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৫ জুলাই যাচাই বাছাই, ৩১ জুলাই প্রত্যাহার, ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।
আসনটিতে মোট ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৯ জন পুরুষ আর ১ লাখ ৭২ হাজার ৩৫৬ জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৩৭ টি।
জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আজ (২৪ জুলাই) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে বিকাল ৪টা পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি। সেই হিসাবে নির্ধারিত সময়ের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসানকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।
সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।