রিকশাচালককে মারধর করা সেই আইনজীবীকে শোকজ

রিকশাচালককে মারধর করছেন নারী আইনজীবী
রিকশাচালককে মারধর করছেন নারী আইনজীবী  © সংগৃহীত

যশোরে আইনজীবীদের পোশাক কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে প্রকাশ্যে মারধর করার ঘটনায় অভিযুক্ত আইনজীবী আরতি রানি ঘোষকে কারণ দর্শাতে বলা (শোকজ) হয়েছে।

মঙ্গলবার (৯ মে) যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজার সই করা নোটিশটি আরতি রানির বাড়িতে পাঠানো হয়।

আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, যশোরে চলন্ত রিকশায় দুর্ঘটনাসত পথচারী ওই নারী আইনজীবী সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় ক্ষিপ্ত হয়ে চালককে পিটিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে দেশব্যাপী আলোচিত হলেও যশোরে ‌‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে।

এক পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মারছে। এ সময় এক যুবক ওই রিকশাচালককে রক্ষা করার চেষ্টা করছে। ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিল। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।

এ বিষয়ে বক্তব্য জানতে আইনজীবী আরতি রানী ঘোষের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গাউন পরা অবস্থায় একজন রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানি ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তিন দিনের মধ্যে নোটিশের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ