ঈদের আগেই খুলে দেওয়া হবে আগুনে পোড়া বঙ্গবাজার

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান  © ফাইল ছবি

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদের আগেই ব্যবসার সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বঙ্গবাজার পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান তিনি।

সালমান এফ রহমান জানান, ভয়াবহ দুর্ঘটনায় ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য কাজ চলছে। ইতিমধ্যে অনেকে ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য ফোন করেছেন। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, আর্থিক অনুদানের জন্য যৌথ ব্যাংক হিসাব, বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছি। অ্যাকাউন্টগুলো খোলার পরে সবাইকে জানানো হবে।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকায় ফায়ার সার্ভিসের সব ইউনিটের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বঙ্গবাজারের হাজার হাজার দোকান পুড়ে গেছে।


সর্বশেষ সংবাদ