বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান, দাম এক লাখ টাকা

বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান, দাম এক লাখ টাকা
বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান, দাম এক লাখ টাকা  © সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের আগুনে দোকান ও গোডাউন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ হাজার ব্যবসায়ী। এই বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়াতে সামাজিক বিভিন্ন কাজে প্রশংসিত বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়েছে ভিন্ন উদ্যোগ। ভেরিফায়েড ফেসবুকে অ্যকাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে পোড়া কাপড় কেনার তথ্য জানিয়েছিল সংগঠনটি। তাদের সংগ্রহ করা বঙ্গবাজারের একটি পোড়া লুঙ্গি কিরেছেন তাহসান। যার দাম রাখা হয়েছে এক লাখ টাকা। 

বুধবার (৫ এপ্রিল) ভেরিফায়েড ফেসবুক পেজের স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিদ্যানন্দ।  ফেসবুকে লিখেছে, জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। 

তারা আরও লিখেছে, অনেকে তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে। সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়। তারা বলেন বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাঁদের বিপদে একটা কাপড় কিনতে পারবো না?

054a1d80-c714-4d8b-bcb7-efe7a5c7e71f

এর আগে, মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ‍পৃথক এক পোস্টে বিদ্যানন্দ লিখেছে, ‘আগুনে দাগ লেগে যাওয়া একটা কাপড় কি আপনার ঈদের বাজেট থেকে কিনতে চাইবেন? একটু দাগ না হয় থাকছে কাপড়ে, কিন্তু একটা সংসারের কষ্টের দাগ তো মুছবে! বিদ্যানন্দ বিক্রয়ের অনুপযোগী কিন্তু পরার উপযোগী কাপড়গুলো কিনে নিতে চায় বিনামূল্যে বিতরনের জন্য। পরিবেশগত কারণে এগুলোর ব্যবহার নিশ্চিত চাই। 

পরে আরেকটি পোস্টে বিদ্যানন্দ জানিয়েছে, লাখ টাকায় পোড়া কাপড় কিনতে চেয়েছেন এক শুভাকাঙ্ক্ষী। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা কল দিচ্ছেন পোড়া কাপড় কিনতে। বিদেশ থেকে প্রবাসীরাও ঈদের পোশাকে রাখতে চান ঝলসে যাওয়া একটা কাপড়। "উপহাসের জন্য হয়তো পরতে পারবো না বেশিদিন, তবে আলমিরাতে অনেক যত্ন করে রেখে দিবো স্মৃতি হিসেবে"


সর্বশেষ সংবাদ