রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৭:৪১ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৩, ০৭:৪১ PM
রাজধানীর মতিঝিলে মোটসাইকেল মাইক্রোবাসের ধাক্কায় আরাফাত ইসলাম(২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগে রয়্যাল ডিলাক্স কাউন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার, ৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
নিহত আরাফাত রাজধানীর আবুজর গিফারী কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। আরাফাত নারায়ণগঞ্জের মো. আল আমিনের সন্তান। সে পরিবারের সাথে মতিঝিল এলাকায় বসবাস করতো।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩।
পরিবার সূত্রে জানা যায়, আরাফাতকে দুই দিন আগে মোটরসাইকেলটি কিনে দেওয়া হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগে রয়্যাল ডিলাক্স কাউন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।