অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: হাসপাতালে আসছে ক্ষতবিক্ষত মরদেহ

সীতাকুণ্ডে বিস্ফোরণ
সীতাকুণ্ডে বিস্ফোরণ  © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে।

শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পর হাসপাতালে নিয়ে আসা মরদেহগুলোর নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। আবার কোনো কোনো মরদেহের মুখ বিকৃত হয়ে গেছে। এমন অবস্থায় নিহতদের পরিচয়ও শনাক্ত করা যাচ্ছে না। 

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত একজনের মরদেহের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫। 


সর্বশেষ সংবাদ