শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ১৮০ সদস্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৭ AM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৭ AM
বাংলাদেশ পুলিশের নারী ফরমড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৮০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিয়েছেন। গত শনিবার রাতে ইথিওপিয়ান এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ইউনাইটেড ন্যাশনস অর্গানাইজেশন স্টবিলাইজেশন মিশন ইন দ্য ডিআর কঙ্গোতে (এমওএনইউএসসিও) যোগ দিচ্ছেন নারী এফপিইউ সদস্যরা। ১৮০ সদস্যের এই টিমের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মারুফা ইয়াসমিন। এই ফরমড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার মোহাম্মদ শফিউল ইসলামসহ ১৪ জন কমান্ডিং স্টাফ রয়েছেন।
ডিআর কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের এফপিইউতে পাঠানো হয়। ২০১১ সাল থেকে কঙ্গোতে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের এফপিইউতে পাঠানো হয়। ২০১৯ সাল থেকে বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) হিসেবে মিশনটিতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: মধ্য আফ্রিকায় বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণের অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয় ১৯৮৯ সালে। সেই থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের নীল পতাকার পাশে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে।
তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে।
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও দৃঢ় মনোবলের সঙ্গে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, দারফুর, সুদান, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৩ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।