প্রথম দিনে মেট্রো রেলের ৫০ ট্রিপ, আয় পৌনে তিন লাখ টাকা

মেট্রোরেল
মেট্রোরেল  © সংগৃহীত

উদ্বোধ‌নের পরদিন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে যাত্রী পরিবহন শুরু করেছে মেট্রো রেল। এ দিন সকাল ৮টা থে‌কে বেলা ১২টা পর্যন্ত আগারগাঁও থেকে ২৫টি ও উত্তরা ২৫টি করে মোট ৫০টি ট্রিপ দেয় মেট্রো রেল।

এতে, প্রথম দিনই তিন হাজার ৮৫৭ যাত্রী ভ্রমণের সুযোগ পেয়েছেন। এ থেকে মেট্রো রেলের আয় হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা।

জানা গেছে, মোট যাত্রীর মধ্যে তিন হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন। তাঁরা সবাই ৬০ টাকা করে ভাড়া দিয়েছে। এতে আয় হয় দুই লাখ ২৫ হাজার ৩৬০ টাকা।

এ ছাড়া ৯৯ জন্য এমআরটি পাস ব্যবহার করেছেন। প্রতি এমআরটি পাসের বিপরীতে ৫০০ টাকা করে পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতে আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। এই কার্ড থেকে ৯৯ যাত্রীর ভাড়া কাটা হয়েছে।

আর দুই জন যাত্রী  র‍্যাপিড কার্ড ব্যবহার করেছেন। সেখান থেকে ১২০ টাকা ভাড়া পাওয়া গেছে।

যাত্রী পরিবহন শুরুর দিন মেট্রো রেলে ভ্রমণ করতে স্টেশনে ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ। কিন্তু যাত্রী পরিবহনের সংখ্যা পূর্ব নির্ধারিত থাকায় দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে হয়েছে অনেককে।


সর্বশেষ সংবাদ