শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া হবে না মেট্রোরেলে

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া হবে না মেট্রোরেলে
শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া হবে না মেট্রোরেলে  © সংগৃহীত

আগামী বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীতে চালু হচ্ছে মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ এর অংশ উদ্বোধন করবেন। তবে সাধারণ গণপরিবহণের মতো এই মেট্রোরেলে হাফ পাস পাবেন না শিক্ষার্থীরা। মেট্রোরেল পাস নিলে শুধু ১০ শতাংশ ছাড় পাবেন পাসধারীরা। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

সংবাদ সম্মেলনে বলা হয়, মেট্রোরেলে বাসের মতো শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকছে না। তবে যারা ম্যাস র‌্যাপিড ট্রানজিট বা এমআরটি পাস ব্যবহার করবেন, তারা ১০ শতাংশ ছাড় পাবেন। 

মেট্রোরেলের পরিচালক এন এম সিদ্দিক জানান, আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে। ভাড়া হবে ৬০ টাকা। মাঝে কোনো স্টেশনে ট্রেন থাকবে না। আগামী ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে।

আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়ায় হাফ পাস পাবে না কেউ: সেতুমন্ত্রী

পূর্ব ঘোষণা অনুযায়ী, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তবে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অভিভাবকসহ ৩ ফুট উচ্চতার শিশুরা বিনামূল্যে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন।

উল্লেখ্য, আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম বিদ্যুৎচালিত ট্রেন। আর কমলাপুর পর্যন্ত চলাচল করতে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত।


সর্বশেষ সংবাদ