আওয়ামী লীগের ২২তম সম্মেলন আজ

২৪ ডিসেম্বর ২০২২, ০৯:১২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মঞ্চ

সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মঞ্চ © সংগৃহীত

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকলেও বেড়েছে দলীয় অন্তর্কোন্দল। তাই রাজনৈতিক সংকট নিয়েও এই মুহূর্তে ভাবতে হচ্ছে দলটিকে।  

আগামী বছরেই দেশে অনুষ্ঠিত হবে আরেকটি জাতীয় নির্বাচন। সেই হিসাব-নিকাশ আর প্রশ্ন-উত্তর গায়ে জড়িয়ে আজ সম্মেলনে মিলিত হবেন এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বলয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। তৃণমূল থেকে কেন্দ্র- সর্বত্র কাউন্সিলের উষ্ণ আবহ দেখা গেছে গত কিছুদিন। দেশের রাজনীতি সাম্প্রতিক সময়ে কিছুটা উত্তপ্ত হলেও আওয়ামী লীগ পথ চলছে তার আপন গতিতে। 
দেশের সবচেয়ে বড় বিরোধী দল বিএনপির মাঠের রাজনীতির শীর্ষ দুই নেতা এই মুহূর্তে কারাগারে রয়েছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী লীগ অনেকটা সচেতনভাবেই তাদের কারাপ্রকোষ্ঠে রেখে নিজেদের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখছে।

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো মাদ্রাসাছাত্রের

বহুল অপেক্ষার এই সম্মেলনে বড় প্রশ্ন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন? স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ‘স্মার্ট’ দলের দ্বিতীয় প্রধান ব্যক্তিটি কি নতুন কেউ হবেন, নাকি গত দুইবারের মতো আরেকবার উচ্চারিত হবে ওবায়দুল কাদেরের নাম? তবে এ কয়দিনে নতুন কোনো নাম জোরালোভাবে কানে আসেনি, দেয়ালে প্রতিধ্বনিও শোনা যায়নি। সুতরাং ‘খেলা হবে’!

ভবিষ্যতের নৌকায় উঠার দৌড়ে এগিয়ে আছেন অনেকেই। তবে দেখার বিষয় দলীয় সভাপতি কার হাতে টিকিট দেন। ২২তম জাতীয় কাউন্সিলের ব্যানারে ভবিষ্যৎ কি পড়া যায়? আগামীর স্মার্ট বাংলাদেশ আসলে কে গড়বেন, কারা গড়বেন? 

গতকাল (শুক্রবার) ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের এই সম্মেলন থেকেই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করবে আওয়ামী লীগ। সেই স্মার্ট বাংলাদেশের যাত্রায় কে কে নৌকার বৈঠা ধরবেন, কে কে হবেন মাঝি- আজ দিনশেষে নিশ্চয়ই মিলবে সে উত্তর।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬