আওয়ামী লীগ সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ

২৩ ডিসেম্বর ২০২২, ০১:০৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান © ফাইল ছবি

বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কার্ড দিয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করা দলটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স কার্ডটি গ্রহণ করেছেন।

দাওয়াত কার্ড দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে সায়েম খান বলেন, সম্মেলনে বিএনপির তিন নেতা স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খানকে দাওয়াত দেয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে সান্ধ্য কোর্সে চাকরিজীবীদের অগ্রাধিকার

আগেরদিন আমন্ত্রণ জানানোর বিষয়ে তিনি বলেন, করোনার কারণে এবারের সম্মেলন একদিনে করার সিদ্ধান্ত হয়েছে। স্বল্প পরিসরে আমরা আমন্ত্রণপত্র বিলি করছি। উনারা আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। আমাদের প্রত্যাশা সব রাজনৈতিক দল আমাদের সম্মেলনে উপস্থিত থাকুক।

বিএনপির মহাসচিবসহ অধিকাংশ নেতারা কারাবন্দির বিষয়ে সায়েম খানে বলেন, এটা সরকারের বিষয়, আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়। আমাদের দায়িত্ব যারা ওই সংগঠনের প্রতিনিধিত্ব করেন তাদের আমরা দাওয়াত দিয়েছি।

এর আগে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেয়ার প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ যদি বিএনপিকে দাওয়াত দেয় তাহলে ভেবে দেখা হবে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬