বাংলাদেশে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জাতিসংঘের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:৪১ AM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:৪১ AM
বাংলাদেশে জাতিসংঘের একটি সদস্যরাষ্ট্র হিসেবে মতপ্রকাশ, গণমাধ্যম ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাসহ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের অঙ্গীকারের কথা বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছেন জাতিসংঘ।
বুধবার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উইন লুইস এ কথা স্মরণ করিয়ে দেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার এক ঘণ্টা পর এ বিবৃতি দেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উইন লুইস। ওই সংঘর্ষে একজন নিহত ও আহত হয়ে মোট ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্য পাওয়া গেছে।
বিবৃতিতে লুইস জানান, আন্তর্জাতিক মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর। জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয় এই দিনে। ঘোষণাপত্রে ধর্ম, বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক ও অন্য যেকোনো বিষয়ে মতপার্থক্য দূরে রেখে বিশ্বের সবার মানবাধিকার রক্ষায় ঐকমত্যে পৌঁছায় স্বাক্ষরকারী দেশগুলো।
আরও পড়ুন: বিরোধী নেতাকর্মীদের হয়রানি-গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
বিবৃতিতে লুইস আরও জানান, চলতি বছর সারা বিশ্বে অসহায় মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে করোনা মহামারি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের কারণে। আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত এসব মানুষের মৌলিক মানবাধিকার, তাদের সুরক্ষা ও শান্তিতে বসবাস করার অধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের সব মানুষের সঙ্গে সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখতে অতীতের মতোই প্রতিশ্রুতিবদ্ধ আছে জাতিসংঘ জানিয়ে তিনি বলেন, সব মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং মর্যাদা ও অধিকারের ক্ষেত্রে সমান-সর্বজনীন; এ ব্যাপারে একাত্মতা প্রকাশ করছে জাতিসংঘ।