সাবেক অর্থ প্রতিমন্ত্রী আবুল হোসেন আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৫:১৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
আরও পড়ুন: আজ ডেঙ্গুতে মৃত্যু ৪, নতুন রোগী ৬০৬
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।