পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু  © সংগৃহীত

নওগাঁর ধাম‌ইরহাটে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্রাজিল সমর্থক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) উপজেলার সিঙ্গারুল গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরুণ গণেশ সিং (২০) ওই গ্ৰামের গ্ৰামপুলিশ বিজেত সিংয়ের ছেলে। নিহতের বাবা বিজেত সিং জানান, বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলো গণেশ সিং। দুপুরে বাড়ির মধ্যে থাকা আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে ওঠেন তিনি।

আরও পড়ুন: আর্জেন্টিনা 'কাকা'র পছন্দের দল

সেখান থেকে বাড়ির পাশে দিয়ে টেনে নিয়ে যাওয়া এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট মাটিতে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, বাড়িতে আম গাছে পতাকা টানাতে উঠেছিল ওই যুবক। সেখানে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার গিয়েছিল। সেই তারে জড়িয়েই তার মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ