সিরাজগঞ্জের বেলকুচিতে মেধাবী শিক্ষার্থীদের সাইকেল বিতরণ
- টিডিস রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৮:৫৬ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২২, ০৯:১৮ AM
সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে সাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২২ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে ১০০ জন শিক্ষার্থীকে এই সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
অনুষ্ঠানে বেলকুচির আলহাজ মজিরুল হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোরায় হোসেন বলেন, অনেক হতদরিদ্র পরিবারেও মেধাবী সন্তান রয়েছে। তাদের শিক্ষা সহায়ক উপকরণ দিলে চরাঞ্চল থেকে অনেক মেধাবী শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসবে এবং ভালো করবে। সবার উচিত এদের পাশে দাঁড়ানো।
আরও পড়ুন: সরকারি জটিলতায় ঢাবির ভর্তিতে আগ্রহ হারাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা।
এমন উদ্যোগ এলাকার শিক্ষা বিস্তারে সহায়ক ভূমিকা রাখবে আশা প্রকাশ করে গণমাধ্যমকর্মী রফিক মোল্লা বলেন, এলাকায় মেধাবী শিক্ষার্থীদের সাইকেল দেওয়ায় তারা স্কুলমুখী হবে। কারণ এই অঞ্চলে যাতায়াতব্যবস্থা বেশ কঠিন। দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থায় সাইকেল খুবই সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচির ইউএনও আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান।