কাচপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

০৯ অক্টোবর ২০২২, ১২:৪২ PM
দুর্ঘটনাকবলিত যানবাহন

দুর্ঘটনাকবলিত যানবাহন © সংগৃহীত

নারায়ণগঞ্জের কাচপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাচপুর এলাকার শামসুদ্দিন খন্দকারের ছেলে নুরউদ্দিন (৪৫), অটোরিকশার যাত্রী মো. হানিফ (৩০), মো. মামুন (৩১), মো. জামাল হোসেন (৪০), ও অজ্ঞাত এক পোশাকশ্রমিক (৩৬)। এদের মধ্যে মো. জামাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রতক্ষ্যদর্শীরা জানান, কাঁচপুর ব্রিজে উল্টো পথে যাচ্ছিল অটোরিকশাটি। ৮ জন যাত্রী ছিল রিকশাটির মধ্যে। হঠাৎ একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা সবাই আহত হয়।

এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজন মারা যান। বাকি ৪ জনকে ঢামেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তিনজকে মৃত ঘোষণা করা হয়। পরে আহত একজন চিকিৎসাধীন মারা যান বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।

মো. বাচ্চু মিয়া জানান, কাচপুরে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত চারজনকে ঢাকা মেডিকেলের নিয়ে আসলে তিনজন মারা যান। জামাল নামের একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, আজ সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজে হাইস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬