শিক্ষকের পা ছুঁয়ে শ্রদ্ধা জানালেন তথ্যমন্ত্রী

শিক্ষকদের পা ছুঁয়ে সালাম করছেন তথ্যমন্ত্রী
শিক্ষকদের পা ছুঁয়ে সালাম করছেন তথ্যমন্ত্রী  © সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের পায়ে সালাম করে সম্মান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল বুধবার শিক্ষকদের পায়ে সালাম করার দুটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

ফেসবুকের ওই পোস্টে তথ্যমন্ত্রী লিখেছেন, বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। প্রকৃতপক্ষে শিক্ষকরাই মানুষের জীবন গড়ার কারিগর। এর মাধ্যমে তারা জাতি গঠন করে। আমার জীবনে আমি কিছু অসাধারণ শিক্ষক পেয়েছি। এখানে আমার ইসহাক স্যার- যিনি আমাদের চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন এবং সুমঙ্গল মুৎসুদ্দি স্যার- যিনি চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে আমাদের পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন। আমরা ভাগ্যবান যে তারা এখনো আমাদের সাথে আছেন।

উল্লেখ্য, শিক্ষাকে বলা হয় আলো। আর শিক্ষক হলেন সমাজের বাতিঘর। মানুষ গড়ার এই কারিগররা দেশ ও জাতি গঠনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই শিক্ষকের সম্মান সকলের উপরে। সে কথাই যেন আরেকবার স্মরণ করিয়ে দিলেন তথ্যমন্ত্রী।


সর্বশেষ সংবাদ