সড়ক দুর্ঘটনায় মৃত্যু © সংগৃহীত
ঢাকার পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই তরুণের নাম মো. নাঈম ইসলাম (২০)। একই ঘটনায় নাঈমের আরেক বন্ধু সাগরও (১৯) গুরুতর আহত হয়েছেন।
নিহতের মামা জানান, নাঈমের এক বন্ধুর জন্মদিন উপলক্ষে তারা ১০ জন ৫টি মোটরসাইকেলে বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে ভোর রাতে পোস্তগোলা ব্রিজে দ্রুতগতিতে চলতে থাকা ট্রাকের ধাক্কায় তারা দুই বন্ধু ছিটকে পড়েন। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ধন্যবাদ না জানানোয় প্রাণ গেল যুবকের
জানা গেছে, নিহত নাঈম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. হোসেনের ছেলে। রাজধানীর বাংলামোটরে এক আত্মীয়ের বাসায় থাকতেন তিনি। তিন ভাই ও তিন বোনের মধ্যে নাঈম ছিলেন সবার ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে সকাল সোয়া ছয়টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সাগর চিকিৎসাধীন আছেন।