দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর যাত্রা

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ  © টিডিসি সম্পাদিত

ভিনদেশি সংস্কৃতির আধিপত্য কমানোর পাশাপাশি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটেছে। বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাদের নেতৃত্বে এটি পরিচালিত হলেও কাজ করবে স্বতন্ত্র ইউনিট হিসেবে। আর এটির তত্ত্বাবধানে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে। প্রেস বিজ্ঞপ্তিতে ১৩ সদস্যবিশিষ্ট কমিটির কথা উল্লেখ করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে সভাপতি ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

কমিটিতে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে কোষাধ্যক্ষ এবং সদস্য হিসেবে রয়েছেন- জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি এবং লেখক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। 

প্ল্যাটফর্মের বিষয়ে জানতে চাইলে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের  সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করবে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। বর্তমানে দেশের সাংস্কৃতিক অঙ্গনে আমরা ভিনদেশি সংস্কৃতির অগ্রাসান দেখছি। দেশে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে ভারত থেকে শিল্পী এনে কনসার্ট করা হচ্ছে। এমনকি পাকিস্তান থেকেও আনা হচ্ছে। এর ফলে কোটি কোটি টাকা তারা দেশ থেকে নিয়ে যাচ্ছে। এর বিপরীতে আমাদের দেশে বিভিন্ন সেক্টরে অনেক প্রতিভাবান যে শিল্পী রয়েছে তাদের কোনো কদর দেখতে পাচ্ছি না। তাই এটা আমরা স্বতন্ত্র ইউনিট হিসেবে পরিচালনার উদ্যোগে। আর এটির তত্ত্বাবধানে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে এই প্ল্যাটফর্মের উদ্যোগে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। এদিকে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১১ এপ্রিল রাজধানী ঢাকাসহ দেশের চারটি শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের ব্যানারে ঢাকা ও চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে এই কনসার্ট হবে। ১১ এপ্রিল বেলা ৩টা থেকে কনসার্ট শুরু হবে চলবে রাত ১১টা পর্যন্ত। ঢাকার কনসার্টটি হবে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে। 

এসময় শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা, চেতনা, পরামর্শে আমাদের এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই আয়োজনও  ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক-নির্দেশনা ও পরামর্শে। সব কিছু মিলিয়ে আমরা দেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে প্রাধান্য দিচ্ছি। পুরো বাংলাদেশ আমাদের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হবে। যেটা আমাদের লক্ষ্য, এর মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর করা। আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখার তাগিদে এ আয়োজন করছি। যেখানে ভারত ও পাকিস্তানের কোনো কিছু প্রাধান্য পাবে না। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই, বাংলাদেশের সংস্কৃতির ওপর যে একটি আগ্রাসন তা আমরা বারবার মোকাবেলা করব। এ আয়োজনে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করবো।

বিএনপির এই নেতা আরও বলেন, কোনোভাবেই যেন বাংলাদেশের সংস্কৃতিতে ভারতীয় ও পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেদিকে তারা বিশেষভাবে নজর দেবেন। এ আয়োজনে বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকগান, সংস্কৃতি ও কৃষ্টিগুলো তুলে ধরা হবে।


সর্বশেষ সংবাদ