আজ প্রমিজ ডে: সত্য প্রতিশ্রুতিতে সুন্দর হোক ভালোবাসা
- রায়হান ইসলাম
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৯ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৯ PM
চলছে ভ্যালেন্টাইনস উইক। যা ৭ ফেব্রুয়ারি রোজ ডে’র মধ্য দিয়ে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে পেরিয়ে আজ ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে’তে পৌঁছে গেল। আগামী ১৪-ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মধ্য দিয়ে শেষ হবে এই ভ্যালেন্টাইনস উইক।
ভালোবাসা পবিত্র এক বন্ধনের নাম। যার শুরু অগাধ আস্থা ও বিশ্বাস নিয়ে। এই আস্থা ও বিশ্বাসকে আরো বেশি মজবুত করে পারস্পরিক প্রতিশ্রুতি। আজ সেই প্রমিজ ডে।
সত্য প্রতিশ্রুতি সম্পর্ককে মজবুত করে। তাই একটা সম্পর্ক চিরকাল অটুট রাখতে সততা খুবই জরুরি বিষয়। কেননা স্বার্থ কিংবা মিথ্যা অভিনয় দিয়ে কোন সম্পর্ক স্থায়ী হয় না। অথচ ছল-চাতুরী ও স্বার্থ নির্ভর সম্পর্কগুলো যেন প্রতিনিয়তই পবিত্র এই বন্ধনকে করছে কুলষিত। ফলে পারস্পারিক সম্পর্কে আস্থা ও বিশ্বাসের পরিবর্তে মিথ্যা ও স্বার্থের কবলে বলি হচ্ছে ভালোবাসা!
তাই দিন কাঁটে অভিমানে, রাত কাঁটে চোখের জলে। বাড়তে থাকে দূরত্ব। বেজে ওঠে বিচ্ছেদের সুর। বিরহী মন গেয়ে উঠে সুনীল গঙ্গোপাধ্যায়ের অভিমান জড়ানো সেই কবিতা; ‘কেউ কথা রাখেনি/তেত্রিশটি বছর পার হলো/কেউ কথা রাখেনি’।
আরও পড়ুন: অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব ছাত্রের
ভালোবাসার সম্পর্কগুলো হয় আত্মার সাথে আত্মার। যেখানে একে অপরের মুখের কথার চেয়ে অন্তরের কথা বেশি গুরুত্বপূর্ণ। তাই ভালোবাসায় মিথ্যার ছোঁয়া রাখতে নেই। তাতে অবিশ্বাসের সৃষ্টি হয়। এই অবিশ্বাস জাগিয়ে তোলে সন্দেহের বাতাস। যার দমকা হাওয়ায় ধীরে ধীরে চির ধরে বিশ্বাসের প্রাচীরে।
মান-অভিমান, খুনসুটি কিংবা খারাপ সময়ে পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েই তো শুরু হয় একটি সম্পর্কের পথচলা। আর বিষয়টি যখন হয় হৃদয় দেয়া-নেয়ার, তখন সেটি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। এখানে পরস্পরের প্রতিটি আবেগ-অনুভূতি, অবহেলা ও অযুহাত একে অন্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ফলে তারা পরস্পরের সুখ-দুঃখের কারণ হয়ে উঠে।
কেননা প্রকৃত ভালোবাসার সম্পর্কটা হচ্ছে এক দেহে দুই প্রাণের মতো। যেখানে একজনের আবেগঅনুভূতি, দুঃখ-কষ্ট অপরজনকে নাড়া দেয়। ফলে সম্পর্কটা হয়ে উঠে বিশ্বাস ও আস্থার। তাই বিশ্বস্ত সেই মানুষটির হাত ধরে নিমেশেই চোখ বন্ধ করে সাত সমুদ্র পাড়ি দেয়া যায়। যার কাঁধে মাথা রেখে হাজারো কষ্ট ভুলে থাকা যায়। যার বুকে মাথা রেখে বিক্ষিপ্ত হৃদয়কে শান্ত করা যায়। যে চোখের দিকে তাকিয়ে প্রশান্তি পাওয়া যায়!
আরও পড়ুন: কক্ষ দখল নিতে ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা
তাই ভালোবাসার সকল সম্পর্ক হোক বিশ্বাস ও আস্থায়পূর্ণ। প্রিয়জনের প্রতি সকল প্রতিশ্রুতি হোক সত্য ও সুন্দর। তবে প্রকৃত ভালোবাসায় মান-অভিমান থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু চোখের আড়াল তো মনের আড়াল এমন সম্পর্কে সুখ খুঁজে পাওয়া সত্যিই খুব কষ্টের। যা ভালো কিছু বয়ে আনে না। কেননা প্রতারণার কষ্ট কাটিয়ে উঠা যায়, কিন্তু প্রতারক কখন সুখী হয় না। তাই প্রিয় মানুষটির প্রতি থাকুক শ্রদ্ধা, সততা, আস্থা, বিশ্বাস ও ভালোবাসা। সত্য প্রতিশ্রুতিতে শুরু হোক নব পথের যাত্রা। হ্যাপি প্রমিজ ডে।
লেখক, শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়।