নারী শুধু একটি পরিচয় নয়, এক অনন্ত সম্ভাবনার নাম

প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর যথাযোগ্য সম্মানের সাথে এই দিনটি উদযাপিত হয়। ১৯১০ সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেন শহরে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মানের সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব করেন। এরপর ১৯৭৫ সালে জাতিসংঘ দিনটিকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক নারী দিবসে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন— মো. আহ্সান হাবীব।
প্রতিটি রূপেই নারী অনন্য
শক্তি, স্বপ্ন ও সংগ্রামের প্রতিচ্ছবি। নারী দিবস কি শুধু একদিনের উদযাপন? নারী দিবস কেবল অতীতের শ্রদ্ধা নয়, এটি ভবিষ্যতের ডাক। যেখানে নারী কেবল স্বপ্ন দেখবে না, সে স্বপ্ন বাস্তবায়নের জন্য লড়াই করবে। নারী শুধু একটি পরিচয় নয়, তিনি এক অনন্ত সম্ভাবনার নাম। সংগ্রাম তাঁর নিত্যসঙ্গী, তবু তিনি থেমে থাকেন না। কখনো মা, কখনো নেতা, কখনো শিল্পী—প্রতিটি রূপেই তিনি অনন্য।
সাবিহা তাহের তাহি
সিএসই বিভাগ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
নারী অনুপ্রেরণা ও প্রতিবাদের প্রতীক
নারী শুধু একজন মানুষ নয়, তিনি একটি শক্তি, একটি অনুপ্রেরণা ও একটি প্রতিবাদের প্রতীক এবং বংশধারার চালিকাশক্তি। নারীরা ঘর সামলানো থেকে শুরু করে বিশ্বের উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা এবং সব রকম বাঁধা অতিক্রম করে পরিবার, সমাজ, দেশ এবং বিশ্বের কাছে নিজেদের পরিচয় গড়ে তুলেছে জাগ্রত নারী হিসেবে। যে-সকল মহীয়সী নারীরা এখনো ঘরে বাইরে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে তাদের জানাই নারী দিবসের শুভেচ্ছা এবং আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের সংগ্রাম ও সাফল্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
তিথি ধর পূর্ণা
এফইএস বিভাগ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: নারী দিবস কীভাবে এলো, প্রতীক বেগুনি রং কেন
নারী এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ
নারী হিসেবে নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সমাজের যেকোনো চ্যালেঞ্জের মুখে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি নিজেদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং সর্বোপরি সত্য ও ন্যায়ের জন্য। একজন নারী শক্তিশালী হলে, একটি পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র শক্তিশালী হয় এবং এগিয়ে যায়। এজন্য প্রয়োজন আমাদের সুরক্ষা, সাম্য, স্বাধীনতা ও আদর্শিক জীবনধারা।
উম্মে হাফসা
ম্যানেজমেন্ট বিভাগ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
নারী লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ এক যোদ্ধা
এক রহস্য, এক বিপ্লব। ৮ মার্চ, এ দিনটি সম্পূর্ণরূপে নারী এবং তাঁদের সম্পর্কিত সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য উৎসর্গ করা হয়েছে। এটি নারীর প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের একটি সুযোগ। নারী শুধু একটি শব্দ নয়, নারী হল জীবনের এক অপূর্ব সৃষ্টি। নারীই হল সে সুর, যা জীবনকে করে তোলে সুমধুর। নারী যেমন মমতাময়ী মা, তেমনই লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ এক যোদ্ধা।
মুবিনা সুলতানা
এফইএস বিভাগ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
নারীর ক্ষমতায়ন জরুরি
সম্ভাবনার নাম, শক্তির প্রতিচ্ছবি। নারী মানেই শক্তি, সম্ভাবনা ও অগ্রগতি। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়, একটি সমতার সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন কতটা জরুরি। প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান, শিল্প, ক্রীড়া প্রতিটি ক্ষেত্রে নারীরা নিজেদের মেধা, পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করছে। তাই নারী দিবস কেবল উদযাপনের নয়, বরং প্রতিজ্ঞার দিন, সমতার পথে একসঙ্গে এগিয়ে যাওয়ার দিন। আসুন, আমরা প্রতিজ্ঞা করি—নারীর প্রতি শ্রদ্ধা, সমান সুযোগ ও ন্যায্য অধিকার নিশ্চিত করব।
ফারজানা ইশরাত
সিএসই, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।