ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়া সুন্নত

৩০ মার্চ ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
ঈদের নতুন চাঁদ

ঈদের নতুন চাঁদ © সংগৃহীত

রমজানের রোজার শেষে শাওয়ালের প্রথম দিন উদযাপিত হয় ঈদুল ফিতর। পবিত্র এ দিনের আগের রাত, অর্থাৎ চাঁদরাত, ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রাতে ইবাদত-বন্দেগির পাশাপাশি রয়েছে বিশেষ সুন্নত ও আমল।  

চাঁদরাতের প্রথম সুন্নত ও ফরজে কিফায়া আমল হলো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখা। চাঁদ দেখার সঙ্গে সঙ্গে মহানবী (সা.) একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে মাসের গণনা ৩০ দিনে পূর্ণ করো।’ (তিরমিজি, হাদিস : ৩৪৫১)  

নতুন চাঁদ দেখার পর পড়ার জন্য বিশেষ একটি দোয়া রয়েছে। তালহা বিন উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন নতুন চাঁদ দেখতেন, তখন এই দোয়া পড়তেন—  

اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ  

উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।  

অর্থ : হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। (তিরমিজি, হাদিস : ৩৪৫১)  

ঈদের চাঁদরাত শুধু আনন্দের নয়, ইবাদতের রাতও। এই রাতে বেশি বেশি ইবাদত করা ও আল্লাহর কাছে দোয়া করার তাগিদ দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬