শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রমূলক: সন্ধানী

০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩ PM
কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন

কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন © সংগৃহীত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র ও কাল্পনিক অপপ্রচার চালাচ্ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন মেডিকেল কলেজের সন্ধানী ইউনিট। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন করেছে সংগঠনটি।

সন্ধানী স্বেচ্ছায় রক্তদানের জন্য মেডিকেল কলেজগুলোতে পরিচালিত স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। আর ডা. দীপু মনি ঢাকা মেডিকেল কলেজের সন্ধানী ইউনিটের প্রাক্তন সভাপতি।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধানীর মোট ১৫টি ইউনিট দেশের বিভিন্ন স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা মেডিকেল কলেজ সন্ধানী ইউনিট শহীদ মিনারের সামনে, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট, সাতক্ষীরা মেডিকেল কলেজ ইউনিট, পাবনা মেডিকেল কলেজ ইউনিট, জামালপুর মেডিকেল কলেজ ইউনিট নিজ নিজ মেডিকেল কলেজের সামনে এই প্রতিবাদ সমাবেশ হয়।

এ প্রসঙ্গে সন্ধানীর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রউফ উল্লাস বলেন, ডা. দীপু মনি আপা অত্যন্ত প্রতিভাবান, ব্যক্তিত্ববান এবং মেধাবী রাজনীতিবিদ। দীপু মনি আপা সারা বাংলাদেশের ডাক্তারদের গর্ব। সন্ধানীয়ান হিসেবে আমরা কেন্দ্রীয় পরিষদসহ সকল সন্ধানী ইউনিট এর তীব্র নিন্দা জানাই।

কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা এবং ঢাকা মেডিকেল কলেজের সন্ধানী ইউনিটের প্রাক্তন সভাপতি বাশার আহমেদ বলেন, ঢাকা মেডিকেল কলেজের সন্ধানী ইউনিটের প্রাক্তন সভাপতি ডা. দীপু মনি বর্তমানে শিক্ষামন্ত্রী হিসেবে দেশে-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তার মতো একজন গুণী ব্যক্তিত্বের নামে মিথ্যাচারে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ।

উল্লেখ্য, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজকে কেউ ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এই প্রকল্পের জমি অধিগ্রহণে তার পরিবার বা স্বজন কেউ জড়িত নয়।

ময়মনসিংহ-৭ আসনে বিএনপি প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল
  • ০৩ জানুয়ারি ২০২৬
মোস্তাফিজের ছবি ফেসবুক পেজ থেকে মুছে দিল কেকেআর
  • ০৩ জানুয়ারি ২০২৬
বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরার চার আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • ০৩ জানুয়ারি ২০২৬
প্রাণ গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, পদ ৫০, আবেদন…
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে দুই আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!