নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা আজ
১৮ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ৫৮ হাজারের বেশি ভর্তিচ্ছু অংশ নেবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৩ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৯:০৫ AM
সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের অধীন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির বিভিন্ন কোর্সে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (২০ ডিসেম্বর)। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরের ২৯টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ১৮ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ৫৮ হাজারের বেশি ভর্তিচ্ছু অংশ নেবে।
নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতর সূত্রে জানা যায়, সর্বমোট পরীক্ষার্থীর মধ্যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ৩৬ হাজার, বিএসসি নার্সিং এ ১৬ হাজার এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ৬ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। গত বছর বিভিন্ন কোর্সে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫২ হাজার।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ভেন্যুগুলো পরিদর্শন ও তদারকির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৮টি বিভাগের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষকে প্রধান করে তদারকি কমিটি গঠন করা হয়েছে।