সরকারি মেডিকেল কলেজে তৃতীয় দফায় মাইগ্রেশন নিয়ে যা জানা গেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ PM

এমবিবিএস ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ভর্তি হওয়া শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনে অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে তৃতীয় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া নিয়ে শিগগির নেই কোনো সুখবর। যদিও এই মাইগ্রেশনের জন্য অপেক্ষা করছেন শিক্ষার্থীরা।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে প্রক্রিয়াটি চলমান। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।
জানা গেছে, গত ২৩ মার্চ দ্বিতীয় দফায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছিল। এরপর মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ২৫ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছিল।
এদিকে, তৃতীয় মাইগ্রেশন প্রক্রিয়া নিয়ে চলছে আলোচনা। এ বিষয়ে জানতে চাইলে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানায়, তারা বিষয়টি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই প্রক্রিয়াটি বর্তমানে চলমান।
এ বিষয়ে অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তৃতীয় দফায় মাইগ্রেশনে ফল নিয়ে নির্দিষ্ট করে কোনো দিন-তারিখ বলতে পারছি না। তবে আশা করা যাচ্ছে আগামী মাসের মাঝামাঝি সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।
এই মাইগ্রেশন প্রক্রিয়াটি সাধারণত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং পরীক্ষা কমিটির যৌথ তত্ত্বাবধানে সম্পন্ন হয়ে থাকে।